চৌগাছা (যশোর) প্রতিনিধি
জামায়াতে ইসলামী প্রতিষ্ঠালগ্ন থেকেই ক্ষুধা, দারিদ্র ও বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। সে ধারাবাহিকতায় আমরা সীমিত সামর্থ নিয়ে চৌগাছা-ঝিকরগাছার মানুষের জন্য কাজ করে যাচ্ছি। দুই উপজেলার মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প, রাস্তা সংস্কারসহ বিভিন্ন সেবামূলক কাজ করার চেষ্টা করছি। এতে কেউ ন্যূনতম উপকৃত হলে আমাদের শ্রম স্বার্থক হয়েছে বলে মনে করব।
৩০ আগষ্ট শনিবার চৌগাছা উপজেলার নারায়াণপুর ইউনিয়ন জামায়াতের কর্মী সমাবেশ যশোর-২ আসনের জামায়াত মনোনীত প্রার্ী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আর্ত-মানবতার কল্যাণ ও মুক্তিই জামায়াতের রাজনৈতিক দর্শন। মূলত প্রত্যেক নাগরিকের দুর্দশা লাঘবসহ সকল সমস্যা সমাধানের দায়িত্ব রাষ্ট্রের। কিন্তু দেশে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত না থাকায় জনগণ রাষ্ট্রের কল্যাণ থেকে বঞ্চিত হচ্ছে। কিন্তু রাষ্ট্রের শূন্যতা ব্যক্তি ও সাংগঠনিক পর্যায়ে সমাধান করা সম্ভব নয়। আমাদের সাধ অনেক হলেও সাধ্য খুবই সীমিত। তবুও আমরা আমাদের সীমিত সামর্থ নিয়ে বিপন্ন মানুষের কল্যাণে সাথে থাকার সাধ্যমত চেষ্টা করছি।
তিনি বলেন, দেশে ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে রাষ্ট্রীয়ভাবেই মানুষের সকল সমস্যার সমাধান করা হবে। লাইনে দাঁড়িয়ে মানুষের কাছে হাত পাততে হবে না। তাই গণমানুষের সকল সমস্যার সমাধান ও অধিকার নিশ্চিত করার জন্য দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করার কোনও বিকল্প নেই। তিনি সেই স্বপ্নের সমাজ প্রতিষ্ঠায় সকলকে জামায়াতের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, জামায়াত একটি গণমুখী ও আদর্শবাধী রাজনৈতিক সংগঠন। আমরা দেশে সুশাসন প্রতিষ্ঠা করে মানুষের অধিকারের নিশ্চয়তা দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমরা এমন এক সমাজ কায়েম করতে চাই যেখানে মানুষে মানুষে কোনও ভেদাভেদ থাকবে না। সে সমাজে উঁচু-নিচু, ধনী-গরিব, জাত-পাত, ধর্ম-বর্ণ নির্বিশেষে কাউকে লাঞ্ছিত বা অপমানিত করা হবে না। সর্বোপরি ইসলাম মানুষের যেসব মৌলিক অধিকার দিয়েছে সেগুলোও যথাযথভাবে নিশ্চিত করা হবে। ধর্ম-বর্ণ, শ্রেণি-পেশা, নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ নির্বিশেষ সকলেই তাদের অধিকারের নিশ্চয়তা পাবেন। তিনি একটি আদর্শিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ময়দানে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমির সুলাইমান হোসেন।
ইউনিয়ন সেক্রেটারী মাষ্টার তৌহিদুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা জামায়াতের আমির মাও. গোলাম মোরশেদ, নায়েবে আমির মাও. নুরুল ইসলাম, সেক্রেটারী নুরুজ্জামান, সহকারী সেক্রেটারী কামাল আহমেদ, মাও. গিয়াস উদ্দিন, উপজেলা শ্রমিক বিভাগের নেতা নারায়াণপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্ী তুনিহিনুর রহমান প্রমুখ।